১২:৫২ অপরাহ্ণ, নভে ০৫, ২০১৯
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবীন ও প্রবীণ কর্মচারীদের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ওই কার্যালয়ের ভুমিদাতা হাজী মোঃ কামাল উদ্দিনকে বিশেষ সম্মানে আজীবন সম্মাননা স্মারক ও প্রীতি উপহার প্রদান করা হয়।
রামগতি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী পানেদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে ইউআরসি ইন্সট্রাকটর কল্পনা রানী মন্ডল, ভূমিদাতা হাজী মোঃ কামাল উদ্দিনসহ রামগতি ও কমলনগর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রামগতি উপজেলার সিসিটি সৈয়দ সামছুল কবির, নলকূপ মেকানিক শাহ আলম, ভি এস ম্যাশন মোঃ তসলিমকে বিদায় সম্মাননা স্মারক ও প্রীতি উপহার প্রদান করা হয়।
এছাড়া সিসিটি রেজাউর রহমান, নলকূপ মেকানিক জোবাইদা জেরিন, অফিস সহায়ক আমিনুল ইসলামকে ফুল ও উপহারের মাধ্যমে বরণ করেন।
উল্লেখ্য গত ২০১৬ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রামগতি অফিস ভবন নির্মাণের জন্য হাজী মোঃ কামাল উদ্দিন তাঁর মালিকীয় ৫ শতাংশ মূল্যবান জমি দান করেন।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩