৪:৫১ অপরাহ্ণ, অক্টো ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাক চাপায় মো. ডালিম উদ্দিন (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা চর পোড়াগাছা ইউনিয়নের হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের সামনে রামগতি-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ডালিম উদ্দিন নোয়াখালী জেলার সুবর্ণচরের সমিতি বাজার এলাকার হুমায়ুন মাঝির বড় ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চর পোড়াগাছা এলাকায় রামগতি-সোনাপুর সড়কে ডালিম উদ্দিন মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুছরে যায় এবং ঘটনাস্থলেই ডালিম মারা যান।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৬:১৭ অপরাহ্ণ, জানু ২১, ২০২১