১২:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরের রামগতিতে জেলা পরিষদের বেদখল হয়ে যাওয়া ভূমি উদ্ধারের জন্য উচ্ছেদ অভিযান করা হয়েছে। এসময় আলেকজান্ডার বাজারে জেলা পরিষদের জমি থেকে ২৫টি দোকান উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলে থাকা দেড় একর জমি দখলমুক্ত করা হয়। উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় দশ কোটি টাকা।
বুধবার (১৩ মার্চ) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বনি আমিন রামগতি থানা পুলিশের সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উচ্ছেদ অভিযানের সময় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান, প্রধান নির্বাহী মীর শওকত হোসেন, জেলা পরিযদের সদস্যগণ ও জেলা পরিষদের ষ্ট্রেট বিভাগের সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান বলেন, দীর্ঘ সতের বছর এ সম্পত্তি অবৈধ দখলে ছিল। উচ্ছেদ অভিযানের মাধ্যমে আজ এ সম্পত্তি জেলা পরিষদের মালিকানায় ও দখলে নেয়া হয়েছে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩