১:২৯ অপরাহ্ণ, অক্টো ১৫, ২০১৮
নিজস্ব সংবাদদাতা : ‘টেকসই উন্নয়ন ও স্বাস্থসম্মত স্যানিটেশন’ ও ‘হাত ধোবো নিয়মিত,থাকবো সবাই স্বাস্থ্য সম্মত’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো লক্ষ্মীপুরের রামগতিতেও জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর ) রামগতি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে সকাল ১১টার দিকে চরসীতা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষে হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগতি উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রামগতি আহম্মদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামশেদা জাং চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আইয়ুব আলী,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মনিকা, তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন ও চরসীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম নিজাম প্রমূখ।
এর আগে স্যানিটেশনের বিভিন্ন কার্যক্রম ও হাত ধোয়া কৌশল উপস্থাপন করেন ডর্ প স্কুল সংগঠক গুলশান সুলতানা ।