• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | বিকাল ৫:২৩
  • আর্কাইভ

রামগতিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

৩:৪৩ অপরাহ্ণ, নভে ১৫, ২০১৭

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ এবং প্রাথমিক বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্যাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোছাদ্দেক হোসেন, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, সহকারি কমিশনার(ভ’মি) অজিত দেব, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আয়ুব আলী।

উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন চৌধুরী, আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন, আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল, প্রধান শিক্ষক সেলিনা আক্তার, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির রামগতি উপজেলা সভাপতি একেএম কামাল উদ্দিন ওসমান, বিদ্যালয়ের জিপিএ-৫ এবং ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্র আবদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধ্য আলেকজান্ডার-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সাহেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়।
আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন শিক্ষার্থী এর মধ্যে ১৯ জন ট্যালেন্টপুল এবং ৯ জনসহ ২৮ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পায়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com