৮:৫৯ অপরাহ্ণ, এপ্রি ০১, ২০১৮
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সাবেক কৃতি ফুটবলার মরহুম এম অজি উল্যাহ মিয়া স্মরণে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১লা এপ্রিল) বিকেল ৪ ঘটিকায় ঐতিহ্যবাহী আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে এ ফুটবল খেলার উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্যাহ আল-মামুন এসময় তিনি ফিতা কেটে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজগর আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার(ভূমি) অজিত দেব ও অফিসার ইনচার্জ(ওসি) মো: ইকবাল হোসেন।
উপজেলা ক্রীড়া সংস্থা উক্ত টুর্ণামেন্টের আয়োজন করেন। ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
সাবেক কৃতি ফুটবলার মরহুম এম অজি উল্যাহ মিয়া স্মরণে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর খেলাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে অনেক আনন্দ ও উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।
উক্ত উদ্বোধনী ফুটবল খেলায় চরগাজী ইউনিয়ন একাদশ বনাম চর আবদুল্যাহ ইউনিয়ন একাদশ অংশগ্রহন করে। উদ্বোধনী ফুটবল খেলা পরিচালনা করেন নূর হোসেন মনা।
এতে চরগাজী ইউনিয়ন একাদশ বনাম চর আবদুল্যাহ ইউনিয়ন একাদশ এরমধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলায় ৩-০ গোলে চরগাজী ইউনিয়ন একাদশ জয় লাভ করে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩