৯:১৬ অপরাহ্ণ, এপ্রি ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ফরহাদ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নোয়াখালী সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফরহাদ হোসেন আলেকজান্ডার মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং ওই এলাকার কবির হোসেনের ছেলে। এর আগে শুক্রবার দুপুরে পৌর শহরের দুধ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার দুপুরে ফরহাদ ভাত খেয়ে আম পাড়ার জন্য গাছে উঠলে সে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সিটি হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফরহাদ।
রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
১০:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ০২, ২০২১