৫:৫০ অপরাহ্ণ, ফেব্রু ০৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে দুইটি অবৈধ ‘বাংলা’ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১২ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার আল্লারদান ব্রিকস ও আনোয়ারা ব্রিকস নামের লাইসেন্স বিহীন ওই দুই ইটভাটায় অভিযান চালিয়ে মালিকদের অর্থদ-ও প্রদান করা হয়েছে। এ সময় ভাটার চিমনি ভেঙ্গে ও পানি দিয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন। অভিযানে সহযোগীতা করেন রামগতি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন জানান, লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে ‘আল্লার দান ব্রিকস’ ইটভাটার মালিকের এক লাখ টাকা ও ‘আনোয়ারা ব্রিকস’ ইটভাটার মালিকের ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ফসলী জমি ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত বুধবার বিকেলে একই উপজেলার খালেক পাটওয়ারী ব্রিকস, তামিম ব্রিকস, শাপলা ব্রিকস ও মেঘনা ব্রিকস’এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটার চিমনি ভেঙ্গে ও পানি দিয়ে ধ্বংস করা হয়। চারটি ইটভাটায় জরিমানা করা হয়েছে ৩ লাখ ৫৫ হাজার টাকা। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং কাঠ পোড়ানোর দায়ে ভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন।