৮:৩৫ অপরাহ্ণ, নভে ০৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে ভ্রাম্যমাণ কাভ্যার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার মজুদ করে বিভিন্ন যানবাহনে গ্যাস বিক্রির অপরাধে দুই গ্যাস পাম্পে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন উপজেলার সোনাপুর বাস স্ট্যান্ড ও আজাদ নগরে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করে।
লক্ষ্মীপুর বাখরাবাদ গ্যাস অফিস সূত্র জানায়, উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ কাভ্যার্ডভ্যানে করে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন যানবাহনে গ্যাস সরবরাহ করছে একটি গ্যাস পাম্প। বুধবার বিকেল ৫টায় ভ্রাম্যমাণ আদালত ওই গ্যাস পাম্পে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে। এসময় পাম্পটি সিনগালা করে দেওয়া হয়।
একই অভিযোগে সন্ধ্যায় উপজেলার আজাদ নগরে আরেকটি গ্যাস পাম্পে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, লক্ষ্মীপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক আলতাব হোসেন, উপসহকারী প্রকৌশলী বোরহান উদ্দিন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন বলেন, অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে দুই গ্যাস পাম্পকে জরিমানা করা হয়েছে।