• ঢাকা,বাংলাদেশ
  • শনিবার | ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০৭
  • আর্কাইভ

রামগঞ্জে শ্রমিকলীগের আনন্দ মিছিল

৪:২৩ অপরাহ্ণ, নভে ১৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে শ্রমিক লীগের নতুন কমিটি অনুমোদন করায় আনন্দ মিছিল করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সোনাপুর বাজার থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশীদ ও যুগ্ম-আহবায়ক মো. ইউসুফ পাটওয়ারীকে অভিনন্দন জানিয়ে স্লোগান দেয় নেতাকর্মীরা।

রামগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো. লিটন ভূ্ইঁয়া গাজীর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম-আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, স্বপন মোল্লা ও সদস্য সচিব সোহাগ রানা।
শ্রমিকলীগ নেতা লিটন ভূ্ইঁয়া গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আমরা সবসময় শ্রমিকদের পাশে থেকে কাজ করব। যেকোন বিপদে শ্রমিকদের সহযোগীতায় এগিয়ে যাব।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর লিটন ভূঁইয়া গাজীকে আহ্বায়ক ও সোহাগ রানাকে সদস্য সচিব করে রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com