৮:৪৭ অপরাহ্ণ, এপ্রি ০২, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে দুইটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে মদিনা ইটভাটা ও জেবিএম ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
জানা যায়, ভোলাকোটের দেহলা গ্রামে মদিনা ইটভাটার মালিক আমির হোসেন ডিপজল ও জেবিএম ইটভাটার মালিক জাহাঙ্গীর হোসেন সরকারী নির্দেশনা অমান্য করে শত শত লোকজন নিয়ে ইটভাটার কার্যক্রম চালু রাখেন । এবং ১৫/২০টি অবৈধ ট্রলি দিয়ে ফসলি জমির টপসয়েল ও মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়ে খালের পাড়ের মাটি কেটে নিয়ে যায়। বিষয়টি নজরে আসলে ইটভাটা দুইটি বন্ধের নির্দেশ দেন ইউএনও।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
১০:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ০২, ২০২১