১২:২৯ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৮
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিকদল নেতা মোঃ মুসলিম ভুঁইয়ার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন রামগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি মনির আহম্মেদ।
রবিবার ( ১৩মে ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেখ পুর গ্রামে প্রয়াত ওই মুক্তিযোদ্ধার বাড়িতে যান তিনি।
এসময় তিনি মুসলিম ভুঁইয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন । মনির আহম্মেদ এ সময় বলেন, ‘বিএনপির জন্য নিবেদিত মানুষ মুসলিম ভুঁইয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এসময় তিনি অসহায় পরিবারকে রমজানের জন্য কিছু উপহার সামগ্রী ও আর্থিক অনুদান মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী আনোয়ারা বেগম’র হাতে তুলেদেন। তখন মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩