৮:৫২ অপরাহ্ণ, এপ্রি ২৭, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি বলেছেন, লন্ডন থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, দেশের কল্যাণে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে দেশের মানুষকে ভালবাসতে হবে।
শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা মান্দারী বাজারে অভ্যন্তরীণ জিসি সড়ক কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লন্ডনে বসে খালেদার দুর্নীতিবাজ ছেলে তারেক অপরাজনীতি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এসবে এখন আর কাজ হবে না। জনগণের জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহজাহান আলী, মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না ও সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু প্রমুখ।
পরে মান্দারী পোষ্ট অফিস থেকে বটতলী জিপিএস পূর্ব করইতলা সড়ক, তেয়ারীগঞ্জ বৈরাগীর দোকান থেকে ধর্মপুর পর্যন্ত জিপিএস সড়ক ও সদরের ভবের হাট পুরান তেয়ারীগঞ্জ সড়কের উদ্বোধন করেন মন্ত্রী।