৩:৪২ অপরাহ্ণ, সেপ্টে ০৪, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আবদুল আজিজকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রতনপুর মহিলা দাখিল মাদ্রাসায় আগমন উপলক্ষে এ আয়োজন করে কর্তৃপক্ষ।
এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল আজিজ শিক্ষার্থীদের কোরআন ও হাদিস অধ্যয়নের পরামর্শ দেন।
একই সঙ্গে মাদ্রাসাটির উন্নয়নের জন্য ব্যক্তিগত ফান্ড থেকে ৩০ হাজার টাকা চেকের মাধ্যমে অনুদান দেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রতনপুর মহিলা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য অজি উল্যাহ, শিক্ষক প্রতিনিধি মাওলানা আশেকে এলাহী মনির, শিক্ষক আবদুল আজিজ প্রমুখ।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩