• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:৫১
  • আর্কাইভ

মুজিব জন্মশতবর্ষে মম-পরীকে নিয়ে তৌকীরের ‘স্ফুলিঙ্গ’

১১:১৩ অপরাহ্ণ, ডিসে ০৯, ২০২০

প্রবাহ ডেস্ক : বেশ বড় আয়োজনে ফিরছেন তৌকীর আহমেদ—সেটা আগেই বোঝা গিয়েছিল। এবার চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে সেটাই দেখা গেলো। প্রশংসিত এ অভিনেতা-নির্মাতার নতুন ছবির নাম ‌‘স্ফুলিঙ্গ’।

এতে অভিনয় করছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত মহরত অনুষ্ঠানে ছবি ও শিল্পীদের নাম ঘোষণা করেন তৌকীর আহমেদ।

অনুষ্ঠানে এ নির্মাতা বলেন, ‌‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সিনেমাটি নির্মিত হচ্ছে। উনার কর্মজীবন, তার আদর্শ ও তিনি যে জাতির স্থপতি, তা-ই উঠে আসবে আমাদের তরুণদের কাছে।’

এর মাধ্যমে দীর্ঘদিন পর তৌকীরের ছবিতে ফিরছেন মম। অন্যদিকে পরীমনি প্রথমবারের মতো কাজ করছেন।

পরী বলেন, ‘খুবই ভালো লাগছে তৌকীর আহমেদের মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে। আমি তার ছবি দেখতাম আর মুগ্ধ হতাম। অবশেষে তার সঙ্গে কাজ হতে যাচ্ছে।’

সিনেমাটি প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন। ছবিতে দুটি প্রজন্মের গল্প উঠে আসবে। তৌকীর জানান, স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই এর শুটিং শুরু হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com