৪:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১
প্রবাহ ডেস্ক : বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন উদযাপন করেন অতিথিরা।
এরআগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌরসভার মেয়র আবু তাহের ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।