৮:৩২ অপরাহ্ণ, জানু ০৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহীতে বঙ্গবন্ধু শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনু্িষ্ঠত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী খেলায় জয়লাভ করেছে জাফরপুর আদর্শ পাঠাগার। এতে রানার্সআপ হয়েছে সিয়াম-সামিন স্পোটিং ক্লাব। সমাজ উন্নয়ন স্পোটিং ক্লাব’র আয়োজনে টুর্নামেন্ট পরিচালনা করেন জাহিদ হোসেন অনিক।
চরশাহীর বসুরহাট বাজার সংলগ্ন একটি মাঠে অনুষ্ঠিত সমাপনী খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু।
চরশাহী ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মনছুর আহম্মেদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সোয়েব হোসেন ফারুক, জেলা পরিষদের সদস্য বদরুল আলম শ্যামল, চরশাহী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু, দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মুজিব, সদর উপজেলা (পূর্ব) যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল আনসারী প্রমুখ।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩