১২:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রু ১০, ২০১৯
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার জিল্লুর রহিম কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ফেব্রুয়ারী) দুপুরে অত্র কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কলেজর অধ্যক্ষ কমল কৃষ্ণ সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ফয়েজুন্নেছা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির দাতা সদস্য ও মান্দারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহিম, মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিদুজ্জামান বেগ বাবলু, গভর্নিং বডির কো-অপট সদস্য মো. আব্বাছ উদ্দিন, অভিভাবক সদস্য মো. ফারুক হোসেন প্রমুখ।
কলেজের প্রভাষক গাজী ইসমাইল হোসেন ও জামাল উদ্দিনের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজর সহকারী অধ্যাপক জিয়াউর রহমান, প্রভাষক মাহমুদুল হক, মো. মামুনুর রশীদ, মাসরুর আলমসহ শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ , কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মো. মাহফুজ খাঁন, মহিন উদ্দিন, বাংগাখাঁ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলু, মান্দারী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কুদ্দুস পাটওয়ারী’সহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩