৪:৫৪ অপরাহ্ণ, এপ্রি ০২, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহিমের ত্রাণ পেল অসহায় কর্মহীন মানুষেরা। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের গন্ধব্যপুর বাজারে একশ’র মতো অসহায় ব্যক্তির মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি’র ৮ নং ওয়ার্ডের সদস্য মোরশেদ আলম।
চেয়ারম্যান মিজানুর রহিম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশনা মোতাবেক খেটে খাওয়া মানুষ যেন ঘরে অবস্থান নেয় সে জন্য তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রধান করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে গন্ধব্যপুরসহ ইউনিয়নের বিভিন্নস্থানে তার নিজ উদ্যোগে ৮১ জনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এছাড়া পরিষদের পক্ষ থেকে কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ বিরতণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে, ইউনয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য শামছুন্নাহারের নিজস্ব অর্থায়নে বুধবার ১২০ দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে রয়েছে চাল, ডাল, আলু, তেল ও পেয়াজ। পর্যায়ক্রমে ওইসব ওয়ার্ডের ঘরবন্ধি কর্মহীনদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হবে বলে জানান নারী ইউপি সদস্য।
৯:৩২ অপরাহ্ণ, জানু ১৮, ২০২১
৯:২০ অপরাহ্ণ, জানু ১১, ২০২১