১:৫১ পূর্বাহ্ণ, জুন ০৩, ২০২০
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪ নং মান্দারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম জেহাদি (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে অইন্না ইলাহে রাজেউন)।
তিনি গন্ধর্ব্যপুর গ্রামের রিয়াজ উদ্দিন মিয়া বাড়ির মৃত আমিনুল হক মিয়ার ৮ ছেলে ১ মেয়ের মধ্যে সবার বড়।
মঙ্গলবার (২জুন) বিকেল সোয়া ৩ টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ইউনিয়নের পশ্চিম মান্দারি গ্রামের (চতলিয়া) নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি ৭ ভাই ১ বোন ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাযা সকাল ৯টায় গন্ধব্যপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা তছিফুল ইসলাম আরাফাত।