১:৪৬ পূর্বাহ্ণ, ডিসে ২৩, ২০২০
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারীতে দিনের বেলায় বিএনপি নেতা জিয়াউর রহমান (হিরন) এর বাড়িতে চুরি সংগঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে মান্দারী ইউনিয়ন বিএনপির যুগ্ম- আহ্বায়ক জিয়াউর রহমান (হিরন) এর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। হিরন চতালিয়া জামে মসজিদের সহ সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের চতালিয়া বড় বাড়ির মৃত মোহাম্মদ ছাইফুর রহমানের ছেলে ।
বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে চোর তার ঘরের পিছনের দরজা ভেঙে ঘরে ডুকে নগদ ৮০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্র ও হিরন জানায়, শুক্রবার সকালে হিরনের স্ত্রী ও তার মা লক্ষ্মীপুর জেলা শহরে ডাক্তার দেখাতে যায় । পরে দুপুরে হিরনও জরুরি প্রয়োজনে লক্ষ্মীপুর চলে যায়। কাজ শেষে বিকাল পৌনে ৬ টার দিকে বাড়িতে আসে হিরন। তখন সে এসে ঘরের সামনের দরজা খোলা দেখে ভিতরে ডুকে দেখে সব আসবাবপত্র এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে একাকার। তখন সে দেখে তার ওয়ারড্রবে থাকা নিজের এবং মসজিদের গচ্ছিত ৮০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোর।
পরে হিরন চুরির বিষয়টি স্থানীয় মেম্বার আবদুর রহিম মিন্টুসহ এলাকার লোকজনকে জানান। কিন্তু বিষয়টি মেম্বারকে জানালেও কোন প্রতিকার পায়নি।
এসময় হিরন আক্ষেপ করে বলেন, আমি কোথাও আর বিচার দিবনা। কারণ কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদের কম্পিউটার (ল্যাপটপ) ও ছাদের উপর থেকে পানির ট্যাংক চুরি হয়ে গেছে । সেগুলোর কোন ব্যবস্থা হয়নি যখন আমার গুলোর কি আর হবে?
৯:২০ অপরাহ্ণ, জানু ১১, ২০২১