• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:২০
  • আর্কাইভ

মান্দারীতে নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন

১০:৩১ অপরাহ্ণ, নভে ১৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ শীর্ষক স্লোগানে নতুন মিটার সংযোগ  পেয়েছে ৩১৪ পরিবার।

জেলার সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুরে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় এ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল প্রধান অতিথি বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে নতুন সংযোগের উদ্বোধন করেন।

এ উপলক্ষে মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবির, লক্ষ্মীপুর আদালতের পিপি মো. জসিম উদ্দিন প্রমুখ।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, এক কোটি ২০লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার গন্ধব্যপুর গ্রামের ৮ দশমিক ২ কিলোমিটার এলাকা বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। এতে ২০টি ট্রান্সফরমারের মাধ্যমে ৪৪৭ পরিবারের জন্য বিদ্যুৎ সংযোগ সৃষ্টি করা হয়। এরমধ্যে বিদ্যুৎ সংযোগ নিয়েছে ৩১৪ পরিবার। নতুন এ সংযোগগুলোর মাধ্যমে এলাকাটি শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com