• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:০১
  • আর্কাইভ

ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে রায়পুরে মাতৃছায়া হাসপাতাল ভাংচুর

১২:৫৪ অপরাহ্ণ, জুলা ২৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে মাতৃছায়া হাসপাতালে ভুল চিকিৎসায় আলী হায়দার (৬০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর করেছে তার স্বজনেরা। সোমবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলী হায়দার রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের হাবিব উল্লাহর ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

নিহতের স্বজনরা জানায়, আলী হায়দার সোমবার বিকেলে বাড়ীর সামনের একটি দোকানে চা পান করছিলেন। এ সময় হঠাৎ তিনি মাটিতে লুটে পড়েন। পরে তাকে উদ্ধার করে রায়পুর পৌর শহরের মাতৃছায়া হাসপাতালে ভর্তি করান স্বজনরা।

হাসপাতালের চিকিৎসক সৈয়দ সাখাওয়াত হোসেন রোগীর ডায়রিয়া রোগ নির্নয় করে চিকিৎসা দেন। রোগীর অবস্থার অবনতিতে চাঁদপুর ডায়রিয়া হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরে নিহতের বিক্ষুব্ধ স্বজনরা মরদেহ নিয়ে রায়পুরের মাতৃছায়া হাসপাতালে এসে ভাঙচুর চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মো. হারুন নামের রোগীর স্বজন অভিযোগ করে বলেন, স্ট্রোকের রোগীকে ডায়রিয়ার চিকিৎসা দেয়ায় তিনি মারা গেছেন।

এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপক তুহিন চৌধুরী জানান, আলী হায়দার নামে একজন ডায়রিয়া রোগীকে হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর ডায়রিয়া হাসপাতালে পাঠানো হয়। রাতে হঠাৎ ১০/১৫ জন লোক এসে রোগীর মৃত্যুর অভিযোগ এনে হাসপাতাল ভাংচুর করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, ভূল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ এনে স্বজনরা হাসপাতালে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com