৯:০৬ অপরাহ্ণ, ডিসে ২৮, ২০১৬
বিশেষ প্রতিনিধি : ভবন হবে কোথায় জানা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অথচ ৩ কোটি টাকার সম্ভাব্য ব্যায় দেখিয়ে ভবন নির্মানের জন্য টেন্ডার আহবান করেছে লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগ। টেন্ডার বিষয়ক আজগুবি এ কর্মযজ্ঞ সম্পন্ন করা হয়েছে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের প্রস্তাবিত নতুন ভবন নির্মান কাজ এর জন্য। নিয়ম বহির্ভূতভাবে জমি অধিগ্রহণের পূর্বেই ভবন নির্মান কাজের দরপত্র আহবান, বিক্রয় ও খোলার কাজ সম্পন্ন করায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে তড়িঘড়ি করে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সহ অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজষে গোপন প্রক্রিয়ায় নানান অনিয়মের মধ্য দিয়ে উক্ত টেন্ডার গ্রহণ কাজ করা হয়েছে বলে সাধারণ ঠিকাদাররা অভিযোগ করেন। একই সাথে দরপত্রের নানা বিষয়ে স্থানীয় এক সাংবাদিকের অন্যায়ূ হস্তক্ষেপ.