১০:৫২ অপরাহ্ণ, ডিসে ২৬, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন থেকে সরে দাঁড়ানো লক্ষ্মীপুর-২ আসনের মহাজোটের প্রার্থী মোহাম্মদ নোমান এমপি তাকে ভুল না বুঝার অনুরোধ জানিয়েছেন।
বুধবার (২৬ ডিসেম্বর ) রাত সোয়া ১০টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ অনুরোধ জানান।
ফেসবুকে তিনি লিখেন,”আমি কোনো অপরাধ করিনি, মহাজোটের স্বার্থেই করেছি, কেউ ভুল বুঝবেননা প্লিজ”।
প্রসঙ্গত,গত ১৯ ডিসেম্বর লক্ষ্মীপুর-২ আসনের মহাজোটের প্রার্থী মোহাম্মদ নোমান এমপি মাঝপথে এসে নির্বাচনের ট্রেন থেকে সটকে পড়েন।