৮:৪৮ অপরাহ্ণ, ডিসে ৩১, ২০২০
নুরউদ্দিন জাবেদ : ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) লক্ষ্মীপুর জেলার জেলা বোর্ড নির্বাচন-২০২১ গত ২৯ ডিসেম্বর, বুধবার সারাদেশে ৪১ জেলা একযোগে অনলাইনে ভিবিডির জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলার নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে মোঃ রাকিব আল হাসান, ভাইস প্রেসিডেন্ট নুরউদ্দিন জাবেদ এবং জিএস আলমগীর হোসেন।
এছাড়াও নবনির্বাচিত হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে যায়েদ হাসান , ট্রেজারার হিসেবে নাজনীন আরা প্রীতি , পাবলিক রিলেশন অফিসার হিসেবে ইয়াছিন রাকিব এবং প্রজেক্ট অফিসার সামিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এটি লক্ষ্মীপুর জেলার প্রথম নির্বাচন বলে জানা যায়।
নতুন বোর্ডের ভিপি নুরউদ্দিন জাবেদ জানান, ভিবিডি লক্ষ্মীপুর জেলাতে যাত্রা শুরু হয় ২০১৯ সাল থেকেই ২০২০ সালে পুরো বছর ধরে ভিবিডি লক্ষ্মীপুরে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করে যাচ্ছে। এবং করোনা সময়েও তাদের কার্যক্রম গুলো থামিয়ে রাখেনি।
সারাদেশে এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে চলা সংগঠন ‘ভিবিডি’ এভাবেই প্রতিবছর নির্বাচনের মাধ্যমে তাদের নতুন নেতৃত্ব খুঁজে নেয়।
৯:২০ অপরাহ্ণ, জানু ১১, ২০২১