• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:০৭
  • আর্কাইভ

ভালোবাসার প্রমাণের জন্য ভোটের মাঠে আছি,থাকবো : সালাহ্ উদ্দিন টিপু

১:০৪ অপরাহ্ণ, মার্চ ০৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : সাধারন ভোটার ও দলীয় নেতাকর্মীদের অনুরোধ ও নানান পরিস্থিতির আলোকে লক্ষ্মীপুর জেলা যুব লীগের সভাপতি ও সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান  এ কে এম সালাহ উদ্দিন টিপু উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস পোস্টের মাধ্যমে তিনি নির্বাচনে আছেন এবং থাকবেন জলে জানিয়েছে ।

তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

তাতে তিনি লিখেছেন “প্রিয় লক্ষ্মীপুর  সদর উপজেলা বাসী, আমার সালাম ও শুভেচ্ছা রইল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আপনারা জানেন গত কিছুদিন আগে যখন উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সে দিন থেকে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র প্রকাশ্য ফুটে ওঠে। (আমি যুবলীগ করি) তারপরেও আমাকে উপজেলা আওয়ামী লীগ ব্যস্ত রাখেন নেতা কর্মিদের খাওয়া ও  প্যান্ডেল করার দায়িত্ব দিয়ে। সকল খরচ টাও আমার কাঁধে। তবুও কোনো দুঃখ নেই। কারণ ষড়যন্ত্র সেই ছোট কাল থেকে দেখেছি। জীবনে আরো দেখবো। গত ২৩ তারিখ মনোনয়ন বোর্ডের সিন্ধান্তে নৌকার মাঝি কাশেম কাকা। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে মেনে নিলাম। দুই দিন ভালোবাসার লোকগুলো খুব বিরক্ত শুরু করলো, উৎসাহ দিলো ভোট করার। কিন্তু মন চায় না নৌকার বিরুদ্ধে ভোট করতে। আবার দেশ থেকে কিছু লোকের হুংকার তাহের পরিবারকে লক্ষ্মীপুর থেকে বিতাড়িত করার, যুবলীগ খাওয়ার।  তখন চিন্তা করলাম দলের যখন ভোটে করতে বাঁধা নাই; তখন ভোট করার সিন্ধান্ত নিলাম। সাধারন জনগণ ও দলের তৃনমূলের নেতা কর্মীরা কতটুকু ভালোবাসে তাঁর প্রমান হয়ে যাবে।

অতএব, প্রিয় নেতা কর্মীদের ভালোবাসা সর্বস্তরের জনগন আমার বিভিন্ন সামাজিক, ব্যাবসায়িক প্রতিষ্ঠানের সিনিয়র জুনিয়র সহযোদ্ধা, আত্মীয় স্বজন, কলম দ্বারা যারা সাধারন মানুষের মনের কথা তুলে ধরে আমাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন সে সাংবাদিক ভাইয়েরা আমি ভোটের মাঠে আছি এবং থাকবো। ইনশাল্লাহ।

বিঃদ্রঃ আমার জন্য যারা ভোট করবেন তাঁদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনাকে  কেউ আমার জন্য  আঘাত করলে আপনি যদি নিরবে সহ্য করে আসতে পারেন, তাহলে বুঝবো আপনি আমার প্রকৃত কর্মী”

শুভাচ্ছান্তে-

একে এম সালাহ উদ্দিন টিপু

চেয়ারম্যান,সদর উপজেলা লক্ষ্মীপুর ও সভাপতি, জেলা যুবলীগ।

প্রসঙ্গত, যুবলীগ নেতা সালাহ উদ্দিন  টিপু উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। কিন্তু পেয়েছেন এক আওয়ামী লীগ নেতা। এদিকে এমন পরিস্থিতিতে দলীয় নেতা কর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন টিপুকে ফের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। যে কারণে দলীয় লোকজন তার জন্য নির্বাচন ফরম সংগ্রহ ও দাখিল করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com