• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:২৭
  • আর্কাইভ

ভারতীয় হয়ে ইতালিতে বিয়ের দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বিরাট-আনুশকার বিরুদ্ধে!

৯:১৪ পূর্বাহ্ণ, ডিসে ২১, ২০১৭

বিনোদন ডেস্ক-

ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি আর বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মার বিরুদ্ধে দেশ দ্রোহিতার অভিযোগ আনলেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিজেপি বিধায়ক পান্না লাল শাক্য।

তার ভাষায়- বিরাট এদেশে উপার্জন করেই ইতালিতে গিয়ে বিয়ে করেন। ভগবান রাম, ভগবান কৃষ্ণ এদেশে বিয়ে করেছিলেন। বিরাট কোহলি কী রকম দেশভক্ত যে এদেশে কোথাও বিয়ে করার জায়গা পেলেন না।
বিরাটের আইকন হওয়া নিয়ে পান্না লাল শাক্য বলেন- কি করে বিরাটের মতো একজন রাষ্ট্রদ্রোহী সকলের আইকন হতে পারেন?

শুধু বিরাট নয় তার স্ত্রী আনুশকার দিকেও অভিযোগের আঙুল তুলেছেন বলেছেন, ইতালিয়ান নৃত্যশিল্পীদের পেছনে কেন এত টাকা খরচ করলেন তারা।

এদিকে বিজেপি বিধায়কের অপরিশীলিত মন্তব্য নিয়ে সরগরম রাজনীতি। কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই মন্তব্যকে গুজরাটের বিধানসভা ভোটের ফলে বিপর্যয়ের কারণ হিসেবে ধরা হয়েছে।
সূত্র: ওয়ানইন্ডিয়া

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com