৬:৫৭ অপরাহ্ণ, আগ ১৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষেদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাইফুল হাসান রনির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেন বিপ্লব, মামুনুর রশিদ ভূঁইয়া, জোবায়েদ হোসেন জুয়েল, এমরান মাহমুদ রুবেল হাওলাদার, মানিক মেম্বার প্রমুখ।
এতে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজিত সভায় বক্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে আলোকপাত করেন। একই সাথে তাঁরা বঙ্গবন্ধু হত্যার বাকী আসামীদের শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩