২:০০ অপরাহ্ণ, ডিসে ২৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাইফুল হাসান রনিকে সাজানো ঘটনায় জড়ানো প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বুধবার (২২ ডিসেম্বর) গভীর রাতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক বাদলের সাজানো ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ঢালী, চেয়ারম্যান প্রার্থী সাইফুল হাসান রনি প্রমুখ।
বক্তারা বলেন, নৌকার প্রার্থী আব্দুল খালেক জনবিচ্ছিন্ন নেতা। ইউনিয়নে তার কোন ভোটার না থাকার কারণে সে নির্বাচনে জিততে মরিয়া হয়ে বিভিন্ন অনৈতিক অবলম্বন হাতে নিচ্ছে। এলাকায় রনির গণজোয়ার দেখে সে রনিকে ফাঁসাতে চেয়েছে। বুধবার গভীর রাতে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে তার কর্মীদের উপর হামলা নাটক সাজানো হয়েছে। এতে সাইফুলহাসান রনিকে ফাঁসিয়ে তাকে মামলায় জড়িয়ে কিন্তু ইউনিয়নের বাসিন্দার সতর্ক। তারা সাজানো ঘটনাকে ফাঁস করে দিয়েছে। ফলে আব্দুল খালেক বাদলের চক্রান্ত সফল হয়নি। নির্বাচনের দিন পর্যন্ত সে চক্রান্ত করতে চাইবে। তাই চক্রান্ত প্রতিহত করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
প্রতিবাদ সভায় ইউনিয়নের হাজার হাজার জনগণ অংশগ্রহণে জনস্রোতের সৃষ্টি হয়েছে।