• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৫৬
  • আর্কাইভ

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শোকাচ্ছন্ন পরিবেশে লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস পালন

১:১৯ অপরাহ্ণ, আগ ১৫, ২০১৭

সাহাদাত হোসেন দিপু :

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শোকাচ্ছন্ন পরিবেশে ১৫ আগস্ট দিনব্যাপী লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। স্থানীয় জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পৃথক উদ্যোগের একাধিক কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এদিন লক্ষ্মীপুরে দিবসটি পালিত হয়। আয়োজিত এসব অনুষ্ঠানের মধ্যে কোরআনখানি,দোয়া মাহফিল, আলোচনা সভা, মানববন্ধন, শোকর‌্যালী, রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কণ প্রতিযোগীতা, স্বেচ্ছায় রক্তদান , বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন সহ বিভিন্ন কর্মসূচী পরিলক্ষিত হয়।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন ও আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সহ সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এছাড়া যুবলীগ, কৃষকলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী র‌্যালীতে অংশ নেয়।এসময় বঙ্গবন্ধু হত্যার বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবী জানান বক্তারা।

এদিকে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শোক র‌্যালি বের করে জেলা প্রশাসন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোমায়রা বেগম, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, জেলা এনএসআই উপ-পরিচালক মাজাহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান,জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।

দিবসের প্রথম প্রহরে জেলা কালেক্টরেট ভবন, পুলিশ ভবন সহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানে কালো পতাকা ও অর্ধনমিত জাতয়ি পতাকা উত্তোলন করা হয়।জেলার সর্বস্তরে কালো ব্যাজ ধারন করা হয়। সকালে লক্ষ্মীপুর সদর -৩ আসনের স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহাজাহান কামাল, জেলা প্রশাসক হোমায়রা বেগম,পুলিম সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌর মেয়র এম এ তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়।

এছাড়া, বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কমানায় জেলা জুড়ে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুপুরে প্রায় ১০ হাজার লোকের গণভোজের আয়োজন করেছে পৌর মেয়র এম এ তাহের।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com