• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:২০
  • আর্কাইভ

বিদায় বেলায় ভালোবাসায় সিক্ত লক্ষ্মীপুরের বিদায়ী পুলিশ সুপার

১১:২৭ অপরাহ্ণ, আগ ২৩, ২০২২

নিজস্ব প্রতিনিধি: অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির কারণে লক্ষ্মীপুর থেকে বিদায় নিতে হয়েছে জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানকে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে তাকে লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় জানানো হয়েছে। ঐতিহ্য অনুযায়ী সু-সজ্জিত গাড়িতে বসিয়ে দড়ি দিয়ে গাড়ি টেনে শ্রদ্ধা, ভালোবাসা এবং অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন জেলা পুলিশের সদস্যরা।

পুলিশ সদস্যরা জানায়, জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালনকালে ড. এএইচএম কামরুজ্জামান জেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তিনি কাজ করেছেন একাগ্রচিত্তে। পুলিশ সুপার হিসাবে যোগদান করে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদের নির্দেশনায় বিভিন্ন ধরণের প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল পেয়েছে জেলার নাগরিকগণ।

লক্ষ্মীপুরের বাসিন্দারা জানান, জেলার আইনশৃঙ্খলা উন্নতি এবং সন্ত্রাস দমনে যথাযথ ভূমিকা পালন করেছেন পুলিশ সুপার। এতে সকল নাগরিকদের কাছে প্রশংসিত হয়েছেন তিনি। ফলে বিদায় বেলায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com