• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:১০
  • আর্কাইভ

বলিউড ছবিতে বঙ্গবন্ধু হচ্ছেন আদিল

১২:৩৬ পূর্বাহ্ণ, ডিসে ১০, ২০২০

বিনোদন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভারতের বলিউডে তৈরি হচ্ছে একটি বিশেষ চলচ্চিত্র। ইতোমধ্যে শুটিং স্থানসহ চরিত্র নির্বাচনও সম্পন্ন হয়েছে।

জানা যায়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন রিচি মেহতা। এর নাম দেওয়া হয়েছে ‘ব্যাটল ফর বেঙ্গল’।

এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চরিত্রে অভিনয় করবেন বলিউডের প্রশংসিত অভিনেতা আদিল হোসেন। তিনি এর আগেও বাংলাদেশ ও দেশভাগের প্রেক্ষাপটে অভিনয় করেছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, আদিলের সঙ্গে সিনেমায় একাধিক বাঙালি অভিনেতাদের দেখা যাবে।
চলতি বছর ১০ মার্চ লোকেশন দেখতে বাংলাদেশে এসেছিলেন পরিচালক রিচি। তার সঙ্গে ছিলেন সিনেমাটোগ্রাফার আমির মোকরি ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল।

সে সময় চট্টগ্রামে রেকি করাকালীনই দেশজুড়ে ঘোষণা হয় লকডাউন। ফলে ছবির শুটিং কাজ রেখেই ভারতে ফিরে যায় গোটা টিম।

পরিচালক রিচি জানান, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি হাতে নেওয়া। কিন্তু করোনার কারণে বিলম্ব হয়। তাই আসছে বছর মার্চে ছবির শুটিং শুরু হবে। চেষ্টা করা হবে একই বছর এটি মুক্তি দেওয়ার। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি প্রযোজনা সংস্থা ছবিটির প্রযোজনা করছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com