২:৫০ অপরাহ্ণ, সেপ্টে ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুরে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু’র নিজস্ব অর্থয়ানে লক্ষ্মীপুর টু রামগতি আঞ্চলিক সড়কের খেজুরগাছ তলা এলাকায় প্রায় ১০০ পথশিশুদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. আবদুর রাজ্জাক রাসেল, যুগ্ম-আহ্বায়ক মো. হারুনুর রশিদ হারুন, যুবলীগ নেতা রাছেল মাহমুদ শামীম, ফয়সাল, শরীফ, মিজান, হাসান মাহমুদ ও মোরশেদ প্রমুখ।
খাবার বিতরণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন যুবলীগের নেতাকর্মীরা।
৬:১৭ অপরাহ্ণ, জানু ২১, ২০২১