৪:২৮ অপরাহ্ণ, সেপ্টে ০৪, ২০১৯
প্রবাহ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ১০০ টাকার একটি নোটের ছবি ছড়িয়ে পড়েছে। অনেকেই এ নিয়ে বিভ্রান্ত হচ্ছেন। তবে নোটের বিষয়টি সর্ম্পূণ ভুয়া বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
তারা এ ধরনের কোনো নোট ইস্যু করেনি। এমন নোট ছাড়ারও কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনও নোট বাংলাদেশ ব্যাংক ছাপেনি। ফেসবুকে যে ছবি দেখা যাচ্ছে তা ভুয়া নোটের ছবি।
তিনি আরো বলেন, বর্তমানে কাগুজে নোটে বঙ্গবন্ধুর ছবি আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনও নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বর্তমানে বাজারে রয়েছে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০ , ৫০০ ও ১০০০ টাকার নোট। এগুলোর কোনোটিতেই প্রধানমন্ত্রীর ছবি নেই।
৫:২৭ অপরাহ্ণ, অক্টো ৩০, ২০২১
১:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টে ৩০, ২০২১
৮:২২ অপরাহ্ণ, মার্চ ০৮, ২০২১