১০:৪১ পূর্বাহ্ণ, এপ্রি ২৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাকছুসুদুর রহমান আলমগীরের উদ্যোগে গীরব লোকজনের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার ব্যক্তিগত কার্যালয়ে তিনশ লোকজনের মাঝে ঈদের উপহার হিসেবে সেমাই, চিনি, সুজি, নুডুলস দুধসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক মো. সেলিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাউন্সিলর আলমগীর হোসেন বলেন, আমার ব্যক্তিগত অর্থায়নে এলাকার গরীদের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। গরীবদের জন্য আমার এ উদ্যোগ অব্যাহত থাকবে।