• ঢাকা,বাংলাদেশ
  • মঙ্গলবার | ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৪৩
  • আর্কাইভ

পোশাক কারখানার সংস্কার তদারকিতে সেল গঠন

৯:৪৮ অপরাহ্ণ, জানু ১৭, ২০১৭

প্রবাহ ডেস্ক : তৈরি পোশাক শিল্প কারখানার (গার্মেন্টস) চলমান সংস্কার কাজ বাস্তবায়ন তদারকিতে একটি সেল গঠন করেছে সরকার। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শকের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল (আরসিসি) গঠন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার (০৫ সেপ্টেম্বর) এক সভায় এ সেল গঠন করা হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু সভায় সভাপতিত্ব করেন। আরসিসি গঠন সংক্রান্ত সভায় জানানো হয়, ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পর সরকার বিভিন্ন আইন সংশোধন ও প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নেয়। একই সঙ্গে কারখানা ভবন ও অগ্নি দূর্ঘটনা নিরসন করে নিরাপদ কর্মস্থল নিশ্চিতে ক্রেতাদের জোট একর্ড-অ্যালায়েন্সের সঙ্গে সরকার সারা দেশে ৩ হাজার ৭৮০টি তৈরি পোশাক কারখানার মূল্যায়ন (এসেসমেন্ট) সম্পন্ন করেছে। চুক্তি মোতাবেক ২০১৮ সালে একর্ড-এলায়েন্সের কাজ শেষ হওয়ার পর ভবন সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা, এসেসমেস্ট সম্পন্নকৃত ভবনগুলোর সংস্কারের ফলোআপ, কারখানা মালিকদের সংস্কার কার্যক্রমে টেকনিক্যাল ও প্রয়োগিক সহায়তা, স্ট্রাকচারাল ও ফায়ার এবং ইলেকট্রিক্যাল সেইফটি নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংস্কার কাজে আর্থিক সহায়তাসহ সামগ্রিক সহায়তা দিতে এ সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়। সংস্কার সমন্বয় সেলে সদস্য হিসেবে থাকবেন- গণপূর্ত অধিদফতর, রাজউক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একজন করে নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের একজন পরিচালক এবং বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বৈদ্যুতিক পরিদর্শকের সচিব এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক (সেফটি)। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, বিদ্যুৎ বিভাগের সচিব মো. মনোয়ার ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকতার হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ, রাজউকের চেয়ারম্যান বজলুল করিম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহির উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক আলী আহম্মেদ খানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com