১:৪৪ অপরাহ্ণ, এপ্রি ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরে অসহায় লোক ও এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
বৃহম্পতিবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তার কার্যালয়ে পুষ্টিকর খাবার বিতরণে
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, মেডিকেল অফিসার ডা: রিয়াজ মাহমুদ, নাসির আহমেদ, হুমায়ন কবির, শাহাব উদ্দিন প্রমুখ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন বলেন, (২৩-২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে। ইতিমধ্যে সপ্তাহ উপলক্ষে লিপলেট পোষ্টার, পুষ্টি বার্তা প্রচার, বিভিন্ন উপকরণ- যেমন মাক্স ও সাবান বিতরণ করা হয়েছে।
এছাড়া উপজেলার ৮০ জনের মাঝে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, চলমান করোনা ভাইরাস প্রতিরোধে শিশুদের খাবার ও পুষ্টি বার্তা অবশ্যই প্রয়োজন।
করোনা প্রতিরোধে সকল জনগণকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার খাওয়ার আহবান জানান তিনি।