৯:৫৯ অপরাহ্ণ, ফেব্রু ০২, ২০২১
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের পত্রিকা হকারদের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দিয়েছেন স্থানীয় ‘দৈনিক আমাদের লক্ষ্মীপুর’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বায়েজীদ ভূঁইয়া। এ সময় হকার পরিবারের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণও (খাতা, কলম, স্কেল) দিয়েছেন তিনি।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের বাগবাড়ির করিম টাওয়ারের পত্রিকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আবদুল মালেক, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: জহির উদ্দিন, দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার নির্বাহী সম্পাদক মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর রহমানিয়া প্রেস’র (পত্রিকা এজেন্সী) ব্যবস্থাপক মো: রাকিব হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন লিটন, তাপস সাহা, সোহেল রানা প্রমুখ।
১০:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ০২, ২০২১