৮:৩৯ পূর্বাহ্ণ, ডিসে ২৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বৈঠকে আ.লীগ নেতারা বলেছেন, নৌকায় ভোট দিলে যেমন দেশের উন্নয়ন হয়, তেমনি এ এলাকারও উন্নয়ন হবে। নৌকা উন্নয়নের প্রতীক।
আপনাদের যাদের নৌকা প্রতীক পছন্দ তারা নৌকাতে ভোট দিবেন, যাদের নান্নুকে পছন্দ তারা তাকে ভোট দিবেন। এ এলাকায় আওয়ামীলীগের আমলে উন্নয়ন হয়েছে, আওয়ামীলীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হলে উন্নয়ন আরও বৃদ্ধি পাবে। কিন্ত অন্য দলের বা স্বতন্ত্র কেউ নির্বাচিত হলে তারা এলাকার উন্নয়নে অবদান রাখতে পারবে না। ফলে নৌকার বিকল্প কিছু নেই।
এমরান হোসেন নান্নু পরীক্ষিত চেয়ারম্যান, তিনি বিগত দিনে এলাকায় উন্নয়ন কাজ করেছেন, ভবিষ্যতেও করবেন। সকলে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে নৌকা প্রতীকের পক্ষে হামছাদী ইউনিয়নের বাসু বাজারে এক উঠান বৈঠকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা ভোটারদের উদ্দেশ্য এ আহ্বান জানান।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন পিপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও চররুহিতা ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির পাটওয়ারী, কেন্দ্রীয় যুবলীগ নেতা সামছুল ইসলাম পাটওয়াীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেন নান্নু প্রমুখ।