১২:৫২ পূর্বাহ্ণ, ফেব্রু ২৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন আলী হায়দার রাসেল পাঠান। নির্বাচনে ব্রীজ প্রতীকে প্রতিদ্ধন্ধীতা করছেন তিনি। এর মধ্যে সকাল থেকে রাত অবদি ভোটারদের ধারে ধারে গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ভোটারদের বাহিরেও অন্যান্য বাসিন্দারের কাছ থেকে নির্বাচনে জয়ী হতে দোয়া চেয়ে নিচ্ছেন তিনি। একই সাথে তাদের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিচ্ছেন এ কাউন্সিলর প্রার্থী। নির্বাচিত হলে জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করার ঘোষণা দেন।
তিনি বলেন, পৌরসভার ৩নং ওয়ার্ড সবচেয়ে বড় সমস্যা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। বর্ষা মৌসুমে এলাকার বিভিন্নস্থানে পানি জমে থাকে। এতে দুর্ভোগে পড়তে হয় বাসিন্দারে। তাই নির্বাচিত হলে পানি নিষ্কাষণের জন্য পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা করা হবে। এছাড়া এলাকার যে সকলস্থানে অনুন্নত রাস্তাঘাট রয়েছে, সেগুলোর উন্নয়ন করার কথা জানান তিনি।
বলেন, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং, কিশোর গ্যাংগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নির্মুল করা হবে।
এলাকার কয়েকজন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আলী হায়দার রাসেল সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন। তাই আসন্ন ২৮ ফেব্রুয়ারী নির্বাচনে ব্রীজ প্রতীকে ভোট দিয়ে কাউন্সিলর পদে তাকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন ভোটাররা।
১০:৫৬ অপরাহ্ণ, এপ্রি ১৪, ২০২১