৭:৫৮ অপরাহ্ণ, ডিসে ১৮, ২০১৮
প্রবাহ ডেস্কঃ
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটিতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য ব্যক্তিগত মতামত বলেও জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘মাহবুব তালুকদারের কথাটি তার ব্যক্তিগত মতামত। তবে আমার কাছে মনে হয় এটা একেবারেই অসত্য কথা।’
তিনি আরো বলেন, ‘সামগ্রিক দিক বিবেচনা করে বলা যায় নির্বাচনের পরিবেশ খুব সুষ্ঠু আছে। নির্বাচনে প্রায় ১৮০০ প্রার্থী অংশগ্রহণ করছে তাহলে লেভেল প্লেয়িং ফিল্ডে বাধা কোথায়।’ মাঝেমাঝে তাদের নিজেদের মধ্যে কিছু সমস্যা হলেও পরে আবার ঠিক হয়ে যায়।
৫:২৭ অপরাহ্ণ, অক্টো ৩০, ২০২১
১:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টে ৩০, ২০২১