• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:০৬
  • আর্কাইভ

না ফেরার দেশে

৩:২৬ পূর্বাহ্ণ, নভে ০৮, ২০১৭

…..মনিকা মুক্তা

আমি যখন থাকবোনা

কষ্ট হবে তোমার কি খুব বেশি

নাকি আমাকে ভুলে

সময়ের স্রোতে গা ভাসিয়ে দিবে।

নাকি বুকের ভেতরে

বিন্দু বিন্দু কষ্ট জমে

পাহাড় হয়ে যাবে

শোকে তুমি পাথর হয়ে যাবে

পাগল হয়ে হবে ভবঘুরে

চুল দাঁড়ি পাকিয়ে

সন্যাসী বেশে

ঘুরে বেড়াবে বনে বাদাড়ে

নাকি যাবে পাবনার

মানসিক হাসপাতালে।

আমি বলবো এমন তুমি

কিছুই করবেনা

কারন তোমাকে যে

আমার অসমাপ্ত কাজ

শেষ করতে হবে

আমাদের কলিজার

টুকরোটাকে বাবা মায়ের

আদরে বড় করতে হবে।

আমাদের স্বপ্নগুলো

সত্যি করতে হবে

মাঝে মাঝে আমার ইচ্ছেগুলো

সাজিয়ে নিয়ে হাটবে মেঠোপথে

শিশিরভেজা সাত সকালে

কুয়াশার চাদর মুড়ি দিয়ে

খুজবে আমাকে তোমার দুচোখ।

অথবা জোস্নারাতে ছাদে বসে

আমার পরশ খুজবে

মশারি টানাতে গেলে

বলবে না আর

সব কাজ করতে পারো

এইকাজ করতে পারলেনা

তখন আমি মুচকি হেসে

বলবো না আর

বিয়ের পরে এই কাজটি

তোমাকে দিয়েছি।

রাতে ঘুমাতে গিয়ে

আমার ছোয়ার অপেক্ষা করবে

নাকি  রান্নার স্বাদে

আমার হাতের স্বাদ চাইবে

তোমার জামার ভাজে

আমার ভাজ খুজবে।

 সংসারের কোণায় কোণায়

আমাকে খুজবে

বাথরুমে পানির শব্দ শুনে

ভাববে আমি ভিতরে আছি

আলমিরাটা খুলে

আমার শাড়ির ভাজে

আমার গায়ের গন্ধ শুকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

১১:০১ অপরাহ্ণ, সেপ্টে ১০, ২০২২

কবিতা- মায়াজাল...

১০:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ০৮, ২০২২

নারী কবিতা : ফাতেমা-তুজ-জোহরা(মনিকা)...

১১:৫৯ পূর্বাহ্ণ, এপ্রি ১৪, ২০২০

আজব পহেলা বৈশাখ : কবি- মনিকা মুক্তা...

১০:০৫ অপরাহ্ণ, ফেব্রু ১৫, ২০২০

রোগী আর ডাক্তার...

৮:৫৯ অপরাহ্ণ, নভে ০৯, ২০১৯

স্বরচিত কবিতায় ‘বুলবুল’...



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com