৪:৪৭ অপরাহ্ণ, অক্টো ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক : ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ, দোষীদের শাস্তি ও নারীর নিরাপত্তা নিশ্চিত করণের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এদিকে একই দাবীতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারেও ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুজন’র চন্দ্রগঞ্জ থানা কমিটি।
প্রেসক্লাব প্রঙ্গণে মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজন জেলা শাখার সভাপতি কামাল হেসেন, এড. মিলন মন্ডল, জকির হোসেন আরজু, হাবিবুর রহমান সবুজ ও নারী নেত্রী মমতাজ বেগম প্রমুখ।
চন্দ্রগঞ্জ বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি আলী, সাধারণ সম্পাদক সমির কর্মকার, সাবের হোসেন ও মতিন মাষ্টারসহ সুজনের থানা কমিটির নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ধর্ষণ নির্যাতন প্রতিরোধে এবং জনগণের শান্তি রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বলেন, তারা এখন কি করছে জনগণ জানতে চায়।
একই সঙ্গে ভিকটিমসহ স্বাক্ষীদের নাজুক পরিস্থিতিতে না ফেলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, দোষীদের দ্রুত (৯০ দিনের মধ্যে) বিচারের আওতায় এনে বিচার কার্য সম্পাদনের দাবী জানান মানববন্ধনে বক্তারা।
৬:১৭ অপরাহ্ণ, জানু ২১, ২০২১