১০:১৮ অপরাহ্ণ, জানু ৩০, ২০১৯
নিজস্ব প্রতিনিধি:
দৈনিক সময়ের আলো পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মাজহারুল আনোয়ার টিপু।
বুধবার ( ৩০ জানুয়ারি ) পত্রিকাটির সম্পাদক রফিকুল ইসলাম রতনের স্বাক্ষরিত নিয়োগপত্র তিনি হাতে পেয়েছেন।
দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের এ পত্রিকাটি আগামী ২ মার্চ বাজারে আসার কথা রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় মূল ধারার সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে প্রকাশিতব্য নতুন এ পত্রিকায় এক ঝাঁক তরুণ সংবাদকর্মী ইতোমধ্যে যোগ দিয়েছেন।
সাংবাদিক টিপু বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসাবে গেল ৯ বছর থেকে কর্মরত আছেন। ইতোমধ্যে তিনি টেলিভিশন সাংবাদিকতায় সুনাম কুঁড়িয়েছেন। এর আগে দৈনিক সকালের খবর পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুঁলিতে।
জানতে চাইলে মাজহারুল আনোয়ার টিপু বলেন, নতুন করে চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমি বদ্ধপরিকর । এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাচ্ছি ।