৯:৪৯ অপরাহ্ণ, জানু ১৫, ২০১৭
প্রবাহ ডেস্ক: কুরবানির ঈদকে সামনে রেখে সরকার দেড় লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। ফলে লবণের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। সচিবালয়ে সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে আসন্ন কুরবানির ঈদে পশুর চামড়ার দাম নির্ধারণের জন্য ট্যানার্স এসোসিয়েশন ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে ব্যবসায়ীরা কুরবানির ঈদের আগেই দেশে লবনের দাম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তা নিয়ন্ত্রণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলে তোফায়েল আহমেদ এ কথা বলেন। বানিজ্য মন্ত্রী বলেন, করবানির সময় লবনের চাহিদা বৃদ্ধি পায়। এ কথা বিবেচনায় ইতিমধ্যে দেড় লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৭৫ হাজার টন শিল্পের জন্য এবং বাকী ৭৫ হাজার টন ভোক্তাদের মধ্যে বিক্রির জন্য নির্ধারণ করা হয়েছে। কালকের (মঙ্গলবার) মধ্যেই এলসি খোলা হবে বলে জানান তিনি। তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে। শুধুমাত্র চিনির দামটা কিছুটা বেশি। এছাড়া পেয়াজ, রসুন, আদা বা অন্যান্য পণ্যের দাম স্বাভাবিকই আছে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন জানান, পরশুদিন (বুধবার) আমরা লবণ ব্যবসায়ীদের সঙ্গে বসব। অতিরিক্ত যে দেড় লাখ টন লবণ আমদানি করা হচ্ছে, সব মিলিয়ে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চামড়া ব্যবসায়ীদের সংগঠনগুলোর নেতারা এবং পুলিশ ও বিজিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৩:৫০ অপরাহ্ণ, ডিসে ১৩, ২০২০