• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:২৯
  • আর্কাইভ

জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৭ শুরু : লক্ষ্মীপুরের ৩২ হাজার পরীক্ষার্থী

৬:১৩ অপরাহ্ণ, অক্টো ৩১, ২০১৭

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বুধবার (১লা নভেম্বর) থেকে শুরু হচ্ছে।লক্ষ্মীপুরে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর লক্ষ্মীপুর জেলায় ৩২ হাজার ১ শ ৬ জন পরীক্ষার্থী অংশ নিবে।জেএসসি তে লক্ষ্মীপুরে মোট ২৩ হাজার ৬শ এবং জেডিসিতে ৮ হাজার ৫শ ৬ পরীক্ষার্থী অংশ নিবে। জেলা ব্যাপী স্কুলের ২৩ কেন্দ্র ও মাদরাসার ১৫ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে জেএসসিতে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১১ কেন্দ্রে ৯ হাজার ৭শ ২০, রামগঞ্জে ৫ কেন্দ্র ৪ হাজার ৫শ ৮, রায়পুরে ৩ কেন্দ্র ৩ হাজার ৮শ ২২, রামগতিতে ২ কেন্দ্র ৩ হাজার ৪শ ৮৭ এবং কমলনগরের ২ কেন্দ্র ২ হাজার ৬৩ জন পরীক্ষার্থী অংশ নিবে।

নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য এবারই প্রথম কুমিল্লা বোর্ডের নির্দেশে কক্ষ পর্যবেক্ষক শিক্ষকদের কে নিজ পরীক্ষার্থীর কেন্দ্রে দায়িত্ব পালন থেকে বিরত করা হয়েছে।

এতে আশা করা হচ্ছে শিক্ষকদের পক্ষ থেকে ও পরীক্ষার্থীদের কে কোন রকম নকল দিয়ে সহযোগিতার পথ বন্ধ হলো। অন্যদিকে স্কুল পরীক্ষায় শিক্ষকরা কেন্দ্র পরিবর্তন করলেও মাদরাসার শিক্ষকগণের কেন্দ্র পরবির্তনের কোন খবর পাওয়া যায়নি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com