• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:৩৬
  • আর্কাইভ

জনমত জরিপ : টিপুর পক্ষে ৬৯, কাশেমের ৩১ শতাংশ ভোট

২:১২ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  দলীয় মনোনয়ন পাননি জেলা যুবলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।

পরে টিপুর পক্ষে সদর উপজেলা যুবলীগ (পূর্ব- পশ্চিম) এর নেতাকর্মীরা মনোনয়নপত্র ক্রয় করেন। ভেবে চিন্তে জনগণের অনুরোধ ও আগ্রহে টিপু ভোটের মাঠে আসেন।

সালাহ উদ্দিন টিপু দলীয় মনোনয়ন না পাওয়ায় ভোটারসহ স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেন, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেসহ বিভিন্ন সোস্যাল মিডিয়াতে অসংখ্য স্ট্যাটাসে জনগনের ভালোবাসা ফুটে উঠে। ফের তাকে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চায় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও তরুনরা।

জনগণের এমন আগ্রহ দেখে স্থানীয় দৈনিক কালের প্রবাহ পত্রিকা জনমত জরিপ করে। এতে টিপুর পক্ষে ভোট পড়েছে শতকরা ৬৯ শতাংশ, আবুল কাশেমের ৩১ শতাংশ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com