৫:০৩ অপরাহ্ণ, মার্চ ০৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব হত্যা ও খুলনার কয়রায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুরের ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গন থেকে জেলা ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষোভ মছিলটি বের করা হয়। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে মিছিলটি শহরের উত্তর তেমুহনী এলাকায় শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসান আল নাহিয়ান, যুগ্ম আহ্বায়ক গোফরান বাবু, তারেক, রাজু, রবিন, চন্দ্রগঞ্জ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, যুগ্ম আহ্বায়ক আবু তালেন, তুষার, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল খালেক, যুগ্ম আহ্বায়ক সজিব মীর, মিনহাজ আলম শাকিল, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ বলেন, গত চার দিন আগে নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব কে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা হত্যা করেছে। এছাড়াও খুলনার কয়রায় ছাত্রলীগের নেতার উপর নৃশংস হামলা চালায়। এর প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশেই আজকের এ বিক্ষোভ কর্মসূচি। একই সাথে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত শিবিরকে নিষিদ্ধকরণসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
৩:১০ অপরাহ্ণ, জানু ২৬, ২০২১