৭:১৭ অপরাহ্ণ, ফেব্রু ১৬, ২০২২
নিজস্ব প্রতিনিধি: মুজিব শতবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো চাকরি জাতীয়করণ ও ৮দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বুধবার (১৬ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট লক্ষ্মীপুর শাখা। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ হচ্ছে না। যুগের পর যুগ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অবহেলিত রয়ে যাচ্ছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় পড়ে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পড়ার সুযোগ থাকলেও, শিক্ষার্থীদের কোটি কোটি টাকার বই দিলেও যারা তাদের পড়াচ্ছেন, তারা অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছেন। অবিলম্বে চাকরি জাতীয়করণ ও ৮দফা দাবি বাস্তবায়ন না করলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি মাওলানা আবদুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, সদস্য সচিব ছাইফ উল্লাহ হেলাল, মাওলানা আবদুর রব, মাওলানা মাকছুদুর রহমান, মাওলানা মোতালেব, ইসমাইল, রেহানা আক্তার প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩